রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ দেড় কোটি টাকা মূল্যের পাউডার মাদকদ্রব্য উদ্ধার করে।পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব উদ্ধারকৃত পাউডার কোকেন বলে চিহ্নিত করেছে
রবিবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ।
কোকেনসহ গ্রেফতার মাদক চোরাকারবারি শামসুজ্জামান ওরফে ছামছুর (৪৮) বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা ও একটি চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) । এসময় খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড়ে তিনটি ছোট পলিব্যাগে সন্দেহজনক নেশাজাতীয় ৪৫ গ্রাম সাদা পাউডারসদৃশ বস্তু ও ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া পাউডারের রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে উদ্ধার হওয়া পাউডারগুলো মাদকদ্রব্য কোকেন বলে জানানো হয়।
রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান , বাংলাদেশে কোকেন খুবই ব্যয়বহুল একটি মাদক। প্রতি গ্রাম কোকেন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই হিসেবে উদ্ধার হওয়া কোকেনের মূল্য প্রায় দেড় কোটি টাকা।তিনি আরও বলেন, যতদূর জানা যায় রংপুরসহ উত্তরাঞ্চলে এটাই প্রথম পুলিশ কর্তৃক কোকেন উদ্ধারের ঘটনা। এর উৎস ও প্রবাহ সম্পর্কে জানতে গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।