নরসিংদীর ইটাখোলা থেকে ছেড়ে আসা সিএনজি শিবপুর কলেজ গেইট আইলেনের সাথে ধাক্কা খেলে সিএনজিটি কাত হলে ভিতরে থাকা মহিলা ছিটকে রাস্তায় পরে ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক ঢাকা (মেট্রো ট-২০-৬৯৬০) পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মহিলা মারা যায়। নরসিংদীর ছিছটিগড় থেকে মনোহরদী পাঁচকান্দী মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার পথে শিবপুরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। শিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সালাউদ্দিন মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘঠনাস্থলে যাই এবং দুর্ঘটনায় জরিত ট্রাক ও সিএনজি আটক করি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।