গাজীপুরের শ্রীপুর নারী শিক্ষার অগ্রদ্রুত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের জমিদাতা ও প্রতিষ্ঠাতা মৌলভী মোঃ কালু মন্ডলের ৫১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৬ মার্চ) সকাল সাড়ে দশটায় শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জহিরুল হক মন্ডল বাচ্চুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন। সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আবুল খায়ের বি.এসসি,শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান,মন্ডল ২নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য,মরহুম মৌলভি মোঃ কালু মন্ডলকে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে স্মরন করল বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।শ্রীপুরের সিংহপুরুষ বিশিষ্ট সমাজসেবী শ্রীপুরের বহু শিক্ষা প্রতিষ্ঠানের জমিদাতা ও প্রতিষ্ঠাদাতা, দানবীর মরহুম কালু মন্ডল ১৯৭১ সালে ৬ মার্চ মৃত্যু বরন করেন।
ক্ষনজন্মা এ মানুষটি অধুনা শ্রীপুর ইউ,পি একাধিকবার চেয়ারম্যান,শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতা, শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয়
সরকারি কলেজ, শ্রীপুর ইউপি বর্তমান পৌরসভার জমি দাতা,
অসংখ্য মসজিদ ও মাদ্রাসার জমি দাতা ও প্রতিষ্ঠাতা, এছাড়ও তিনি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের মধ্যে অগ্রনায়ক ছিলেন বলে জানা যায়।