চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে হত্যা, অস্ত্র, মাদক সহ ১০ মামলা ও ০৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।
গতকাল (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বান্দরবান সদর ইউনিয়নের রেইচা ২নং ওয়ার্ড দোলিয়াবাগ গোয়ালিয়া ঘোনা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম দেলোয়ার হোসেন (৪২) সে খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া ৪ নং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে।
এসময় তার দেখানো মতে বসতঘর সংলগ্ন পূর্ব পাশে পরিত্যাক্ত কক্ষের ভিতরে উত্তর পূর্ব কোণে লাকড়ীর ভিতর হইতে ০১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পৃথক এজাহার দায়ের করা হয়েছে।( সাতকানিয়া থানার মামলা নং ০২, তারিখ-০১/০৩/২২ইং) ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের 19A রুজু করা হয়| উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করেছে বলে জানায় সাতকানিয়া থানার এস আই সাইফুল ইসলাম।