মাগুরায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। আজ বুধবার মাগুরা সার্কিটহাউজের হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপ পরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার জনাব তৌহিদুর রহমান , ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মহিউদ্দিন, মাস্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে প্রশিক্ষণ সমাপনী ইমামদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয়।