1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের “সাধারণ সম্পাদক” এস এম জহিরেরর পিতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম শিকদার মেম্বারের ইন্তেকাল —ইন্নাললিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন চৌদ্দগ্রামে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে মুসল্লীদের উপর হামলা ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন এস. আলম রাজীবের মৌলভীবাজার সাংগঠনিক সফর; সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, সদ্য স্বদেশে ফিরে আসা মাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত থানা ভাংচুর মামলায় পুকুর সিন্ডিকেটের মূল হোতা বিশু গ্রেফতার মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বকুল আর নেই! নকলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময়

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২০৫ বার

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৪জন।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব লালমনিরহাটের চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,প্রেসক্লাব লালমনিরহাটের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা এবং ভাংচুর করাকে কেন্দ্র করে ২টি গ্রুপ তৈরী হয়। এতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হতে সাংবাদিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। পরে শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কথিত প্রেসক্লাবের সাধারন সম্পাদক পরিচয়দানকারী ও এসএটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স ও সময়ের আলো পএিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি নয়ন আহমেদ তন্ময় এর লেলিয়ে দেয়া বহিরাগত কিছু ছেলে এসে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে এ খবর শুনে সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবে গেলে ওই বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাবের সামনে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির নব্য সাংবাদিক নিয়ন দুলাল, বাসস, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ কয়েকজন সাংবাদিক গুরুত্বর আহত হয়। এতে মিলন পাটোয়ারীর মাথায় এলোপাতাড়ি ডাং মাইর করতে থাকলে তার মাথার ২ জায়গায় ক্ষত হয়ে যায়। পরে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) এসএটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স কতৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার করার প্রতিবাদে সকাল ১১টার দিকে মিশন মোড় চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যাই হোক আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ, প্রেসক্লাবের অফিস কক্ষে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় জড়িত আশিকুর রহমান ডিফেন্স ও তারসহযোগীদের বিরুদ্ধে ২৮ এপ্রিল লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহিন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিলেও এসংবাদ লেখা পযন্ত আশিকুর রহমান ডিফেন্স কে রহস্যজনক কারনে গ্রেফতার না করায় সাংবাদিকদের মাঝে আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন সূএ জানায়, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম