নরসিংদীতে জবা টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমান সুতা পুড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার জবা টেক্সটাইল মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোয়া ও আগুন দেখতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা বেশিরভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নরসিংদী ফায়ার সার্ভিস এর পরিদর্শক জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে নরসিংদীর ৪ টি ও মাধবদীর ১টিসহ মোট ৫ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা চলছে।