1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টারের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টারের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রতিদিনের সংবাদের সাভার প্রতিনিধি শাহ্ আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডিইপিজেড সংলগ্ন ক্লাবের হল রুমে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে রিপোর্টার্স ক্লাবে একা বসে সংবাদ তৈরী কাজে ছিলেন তিনি। এসময় হল কামালের নেতৃত্বে মাসুদ রানা ( অটোমাসুদ), শফিকুলসহ অজ্ঞাত আরো ১০/১৫ মিলে ক্লাবের ভিতর ঢুকে সভাপতির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মারধরে শাহ আলম মেঝেতে লুটিয়ে পড়লে ভিডিও ক্যামেরা, পকেটে থাকা নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তার চিৎকারে ক্লাবের পাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পড়ে রাত আট্টার দিকে সাংবাদিক শাহ্ আলম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ্ আলম বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ক্লাব থেকে মাসুদ, শফিকুল ও রিপন মিয়া নামের তিনজনকে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হয়। আর হল কামাল তার অবৈধ ব্যবসা নিয়ন্ত্রনের জন্য সাংবাদিক ক্লাবে ভর্তি হতে গিয়ে ধর্ষন মামলার অপরাধে বহিস্কর হন।

সর্বশেষ আশুলিয়া প্রেসক্লাবের অস্থায়ী সদস্যও হয়েছিল সে। তবে কিছুদিন আগে এক কিশোরীকে মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে জোরপূর্বক কয়েক বার ধর্ষণ করে। পড়ে কিশোরী মেয়ে আদালতে ধর্ষণ মামলা করলে প্রেসক্লাবের অস্থায়ী সদস্যপদ থেকে হল কামালকে বহিষ্কার করা হয়। হল কামাল সাংবদিকতা পেশার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই। শুধু সাংবদিক নেতা পরিচয়ে অসামাজিক কাজ করিয়ে টাকা কামানোর ধান্দা তার মুর্খ উদ্দেশ্য ।অন্যদিকে রিংসাইন পোশাক কারখানায় চাকুরী করে ছুটির দিনে এলাকায় বিভিন্ন রাজনৈতিক প্রোগরাম গুলিতে টাকা কামনোর জন্য সফিকুল নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। অবৈধ কাগজপত্র তৈরী করে সে ডিইজের সদস্য হয়েছে বলেও দাবী করেন। সাংবাদিক ক্লাবের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে কোন পোশাক শ্রমিক ক্লাবের সদস্য হতে পারবেনা।সে কথিত সাংবাদিক হওয়ার জন্য হল কামালের সাথে গ্রুপিং করে রিপোর্টার্স ক্লাবে সভাপতির উপর হামলা করেছে।

এব্যাপারে আশুলিয়া থানা পুলিশের সহঃ উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলামে।উপস্থিত আশে পাশের লোকজন হামলার ঘটনা দেখেছে বলে জানায়।
অপর দিকে হামলার শিকার এশিয়ান টিভির ষ্টাফ রিপোর্টার শাহ আলম পোশাক শ্রমিক সফিকুল অটোচালক মাসুদ ও হল কামালের নাম উল্লেখ করে অঞ্জাত ১৫/২০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম