কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসলে নেমে মিম খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ও একই ঘটনায় নিহত মিমের খালা চামেলি খাতুন (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে ।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর জিলাপীতলা এলাকার গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
প্রথমে মিম খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী লাশ নদী থেকে উদ্ধার হয় । একই ঘটনায় নিহত মিমের খালা চামেলি খাতুন (৩০) নামে অপর জনকে খুঁজে পাওয়া যাচ্ছিনা । পরে খুলনা থেকে একটি ডুবুরি দল কুষ্টিয়ায় এসে দ্বিতীয় লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
নিহত মিম খোকসা দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে অপরদিকে, নিখোঁজ চামেলি খাতুন সদকী ইউনিয়নের মূলগ্রামের গাফফার মোল্লার মেয়ে।
ওই দু’জনের স্বজনরা জানান, দুপুর একটার দিকে মিম ও চামেলিসহ পাঁচ থেকে ছয়জন গড়াই নদীতে গোসল করতে যান। এ সময় মিম ও চামেলি গভীর পানিতে নেমে গিয়ে হারিয়ে যান। পরে তাদের না দেখে অন্যরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় মিম খাতুনের মরদেহ উদ্ধার করে। কিন্তু চামেলিকে
খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুলনা থেকে ডুবুড়ির এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, তারা ৪ ঘণ্টার প্রচেষ্টায় একটি মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়। কিন্তু নিহত মিমের খালা চামেলি খাতুন (৩০) কে খুঁজে পাওয়া যাচ্ছিল না । পরে খুলনা থেকে একটি ডুবুরি দল কুষ্টিয়ায় এসে লাশটি উদ্ধার করেন ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, দুপুরে কুমারখালীর জিলাপীতলা নামক এলাকার গড়াই নদীতে সাঁতার শেখার জন্য তারা দুজন নদীতে নামে। পরে নদীর পানিতে তারা দুজনে ডুবে যায়। দুজনের লাশ উদ্ধার হয়েছে। লাশ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।