পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিএমএ কুষ্টিয়ার সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ
এএফএম আমিনুল হক রতনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের
উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মেডিকেল
কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দিলদার হোসেন, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ
প্রফেসর কাজী মনজুর কাদির, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জর্জ
কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, ডাঃ রতন ডাঃ লিজা
ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ড. শেখ রেজাউল করিম, উপ-রেজিস্টার ড. নওয়াব
আলী খান, শেখ জাকির হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের
সাধরণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ শাহীন সরকার, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে বিএমএ নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ইফতার মাহফিলটি সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।