আগামী ৬ মাসের জন্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সাদেকুর রহমান। ফলে সংঘঠনের জেলা শাখার আহবায়ক হিসেবে মো: কামরম্নজ্জামান এবং যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বাধীন ১৫ সদস্য সার্বিক দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সাদেকুর রহমান স্বাÿরিত স্মারক নং বিসিডিএস/প্রদ-কমিটি-৪০/২০২২/৩১- ঝ মাধ্যমে জানানো হয়েছে, গত ৮/৩/২২ ইং তারিখে অনুমোদিত সংগঠনের দিনাজপুর জেলার শাখার আহবায়ক কমিটিই সমিতির বৃহত্তর স্বার্থে এম.আর.পি বাস্ত্মবায়নসহ,ফার্মেসী ফাউন্ডেশন কোর্স অব্যাহত রাখা এবং দিনাজপুর শাখার স্বার্থ সংরÿনসহ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সকল কার্য্যক্রম পরিচালনা করবে। গত ১৯/০২/২০২২ তারিখে আবেদন কৃত পত্রের আলোকে সংগঠনের গঠনতন্ত্রের ১৫ ধারার ক্ষমতাবলে সমিতির দিনাজপুর জেলা শাখার অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলার শাখার অনুমোদন পাওয়া ১৫ সদস্য বিশিষ্ট কমিটি হচ্ছে আহবায়ক মো: কামরম্নজ্জামান, যুগ্ম আহবায়ক মো: হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আফতাব উদ্দীন চৌধুরী, যুগ্ম আহবায়ক এস,জে আহবাবুল আলম ও সদস্য যথাক্রমে মো: মোয়াজ্জেম হোসেন, মো: তৈয়বুল ইসলাম চৌধুরী, মো: জাকারিয়া হোসেন সরকার, মো: আরমান আলী, মো: নওশাদ হোসেন, আবুল কালাম আজাদ, মো: হাসান বাবু, মো: আনোয়ারম্নল হোসেন, মো: মিজানুর রহমান রনি, আবু হেনা মো: নুরম্নজ্জামান ও মো: রাইসুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদনকৃত আহবায়ক কামরম্নজ্জামান এবং যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বাধীন ১৫ সদস্য বিশিষ্ট কমিটিকে সর্বাত্বক সহযোগীতার জন্যে সংগঠনের দিনাজপুর শাখা কমিটির সদস্য ঔষুধ ব্যবসায়ীসহ স্থানীয় সকল সংগঠনের প্রতি আহবান জানানো হয়েছে।