কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ১২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আব্দুল মান্নান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের আলী আহমেদের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই লিটন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপেক্স এর সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করা হয়। আটকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।