কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান ভূঁইয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ সময় অপর অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃত মিজানুর রহমান ভূঁইয়া ও অপর অজ্ঞাতনামা ব্যক্তি পাচারের উদ্দেশ্যে ঘরের ভিতরে ইয়াবা মজুদ করেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশ মিজানুর রহমান ভূঁইয়ার ঘরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আটককৃত মিজানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।