1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ নেতা যখন ব্যাবসায়ী; ক্ষমতার অপব্যবহার করে অন্যের ব্যাবসায় হানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ছাত্রলীগ নেতা যখন ব্যাবসায়ী; ক্ষমতার অপব্যবহার করে অন্যের ব্যাবসায় হানা

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৯২ বার

আশুলিয়ায় রাতের আধঁরে জোরপূর্বক গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রবিবার(১৭ এপ্রিল) বিকালে আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করা হয়।

অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফ কয়েকমাস আগে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সে অন্যের কাছ থেকে অবৈধ ভাবে ফিড নিয়ে ফ্রেন্ডস নেটওয়ার্ক নাম দিয়ে ইন্টারনেটের ব্যবসা করে আসছে বলে জানা গেছে। এরই মধ্যে বৈধ নেট ব্যবসায়ীর সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক তার সংযোগ নিতে গ্রাহকদের বাধ্য করাসহ গ্রাহকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এনিয়ে নেট গ্রাহকরা চরম আতঙ্কে আছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন,ছাত্রলীগ নেতা আরিফের ইন্টারনেট সার্ভিস খুবই খারাপ।এএলাকায় থাকতে হলে তার লাইন চালাতে হবে। না চালালে এলাকায় থাকতে দিবেনা বলে সে হুমকি দেয়।
জানা যায়, গত শনিবার রাতের আধাঁরে আশুলিয়ার বগাবাড়ি খন্দকার মসজিদ এলাকায় ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ নেতা আরিফের লোকজন। এসময় সুমন মীরের ইন্টারনেটের তার ও কিছু সরঞ্জাম নিয়ে যায় তারা।

এ বিষয়ে মোঃ ইব্রাহীম নামের এক ভুক্তভোগী গ্রাহক বলেন, আমি আগে আমাদের অফিসে ছাত্রলীগ নেতা আরিফের ইন্টারনেট ব্যবহার করতাম। সার্ভিস ভালো না পেয়ে আমি তাকে লাইন ঠিক করতে বলে আসছি। কিন্তু আমি কোন প্রতিকার পাইনি। পরে আমি সুমন মীরের মালিকানাধীন সংযোগ গ্রহণ করায় শনিবার এসে আমাদের লাইন কেটে দিয়ে গেছে আরিফের লোকজন। শনিবার আমাদের অফিস বন্ধ থাকে। লাইন কাটার আগে আমাদের সাথে কোন কথাবার্তা বলেনি কেউ। অফিসে ইন্টারনেট সার্ভিসের ব্যাঘাত ঘটায় আমাদের স্বাভাবিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটে।

জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের মালিক সুমন হোসেন মীর বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার সকল লাইসেন্স ও অনুমোদন রয়েছে। আমি সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করছি ও নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছি। কিন্তু আরিফ অবৈধ ব্যবসায়ী। ও অবৈধভাবে অন্যের ফিড নিয়ে ইন্টারনেটের ব্যবসা করে। গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে সংযোগ প্রদান করার চেষ্টা করে। আমাদের ১২জন গ্রাহকের সংযোগ জোরপূর্বক বিচ্ছিন্ন করে দিয়েছে আরিফসহ তার লোকজন এবং ফাইবার সহ বেশ কিছু ইন্টারনেটের যন্ত্রাংশও নিয়ে গেছে তারা। এতে আমাদের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, আমার লাইনের মাঝেই সুমন মীর নতুন সংযোগ দিয়েছিল। এ এলাকা আমার এখানে আগে আমার লাইন ছিল, সে আমার লাইনে কেন লাইন দিল?

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, এ ঘটনায় জান্নাত মীর ইন্টারনেট সার্ভিস থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত স্বাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম