জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপলক্ষে বিগত সরকার বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে নিহত মজনু মিয়া, কাড়শা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নিহত মজিদুল, বাঁশখুর গ্রামের মোজারুল ইসলামের ছেলে নিহত নাসির, ছালাখুর পুকুরপাড়া গ্রামের লজির উদ্দিনের ছেলে নিহত হাকিম, কোতোয়ালী বাগের হেফাজ উদ্দীনের ছেলে নিহত হাফেজ উদ্দীন ও আরজু অনন্তপুর গ্রামের রজিব উদ্দিনের ছেলে নিহত ফরমানদের পরিবারের লোকজনের নিকট বিতরণ করা হয়।পাঁচবিবি উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত সামগ্রী ও অর্থ বিতরণ শেষে বর্তমান সরকার বিরোধী আন্দোলনে পাঁচবিবিতে যারা শহিদ হয়েছিল তাদের পরিবারকে দেখাশোনা করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি এবং তাদের পরিবারের লোকজনের সংঙ্গে দেখা করে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি এবং ভবিষ্যতে নেতাকর্মীদের পাশে আমরা এভাবেই থাকবো।