ঢাকাস্থ নাঙ্গলকোট-বাসীদের সেতু বন্ধনের সংগঠন নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ ( নাউপ) এর উদ্যোগে উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান সবুজ ও সহ-সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক হোসেন, প্রধান অতিথি ছিলেন ,বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্লাস্টিক ইন্ড্রাস্টিজ এর চেয়ারম্যান বদিউল আলম, ডা. জামান’স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. বশিরুজ্জামান, বিশিষ্ট ছাত্রনেতা মোঃ ইয়াসিন আরাফাত, বিশিষ্ট সমাজ সেবক হামদুল্লাহ আল মেহেদী, দৈনিক লোকালয় এর সম্পাদক মো. আব্দুস সালাম ভূঁইয়া টিটু ও বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল কবির জহির সহ সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ বিমান ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ, মাওলানা জাফর আহমেদ মজুমদার, মাওলানা আব্দুর রশিদ, মোঃ ইয়াসিন এবং সংগঠনের কার্যকরী পরিষদের সহ- সভাপতি মাঈন উদ্দিন ভূইয়া, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ নয়ন, সহ- সাধারন সম্পাদক আমজাদ হোসেন উজ্জল, অর্থ সম্পাদক মাহবুবুল ইসলাম দিদার, সামসুল আরেফিন সুমন, রেজাউল করিম রাসেল, আলাউদ্দিন আজাদ, নুর মোহাম্মদ, মাহাদী হাসান, সালেহ আহমেদ, রাজু, প্রমূখ।
সকলের উপস্থিতিতে ঢাকায় যেন একখন্ড নাঙ্গলকোটের মিলন মেলা পরিণত হয়েছে। সবার সাথে সবার আন্তরিকতা ও সৌহার্দ্যের যে মেল-বন্ধন তৈরি হয়েছে তা -এই সংগঠনকে প্রাণের সংগঠনে পরিণত করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. মোবারক হোসেন।
নাঙ্গলকোট-বাসীদের এই ভাতৃত্বের বন্ধন কে আরো জোরদার করার আহবান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নঈম নিজাম ।