একজন অফিস সহকারীর ২ জন ব্যক্তিগত সহকারী।
ঢাকা দক্ষিণ জেলা বিআরটিএ জোনাল অফিস ইকুরিয়া অফিস সহায়ক হাসান বিন আজাদের দাপটে অতিষ্ঠ বিআরটিএ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগন। তিনি একজন অফিস সহায়ক হয়েও নিজের ব্যক্তিগত কাজের জন্য রেখেছেন দুইজন সহকারি!। আমাদের প্রতিনিধি ১ঘন্টা অপেক্ষা করেও সাক্ষাত পাননি হাসান বিন আজাদের , তার সহকারীদের নিকট খোঁজ করলে বলেন স্যার ব্যস্ত আছেন।
একজন অফিস সহায়ক কতোটা বেপরোয়া হলে তার ব্যক্তিগত কাজ করতে ২ জন সহকারীর প্রয়োজন আছে। সে সেবার পরিবর্তে লাইসেন্স আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা অভিযোগ রয়েছে। হাসান বিন আজাদ এর বাড়ি নোয়াখালী জেলায় হওয়ায় মাননীয় সড়ক ও সেতুমন্ত্রীর নাম বিক্রি করে ভয় দেখিয়ে দাপটের সাথে অফিসে অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। সহকর্মীরা কিছু বললে মন্ত্রীর ভয় দেখিয়ে বদলির হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখে। তার ব্যক্তিগত সহকারি নয়নের রয়েছে সকল রুমে অবাদ যাতায়াত। হাসান বিন আজাদের রয়েছে কেরানীগঞ্জের লোকাল সিন্ডিকেট চক্র। সে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক। ঢাকার অভিজাত এলাকায় রয়েছে একাদিক ফ্ল্যাট, জমি নামে বেনামে করেছে এসব সম্পদ। একজন অফিস সহায়ক হলেও অফিসে আসে ব্যক্তিগত গারীতে চড়ে। গ্রামের বাড়ি নোয়াখালীতে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মীদের এই আাজাদের অত্যাচারে অতিষ্ঠ ইকুরিয়া কেরানীগঞ্জের বিআরটিএ এর অফিস। কতৃপক্ষের কাছে সহকর্মীদের দাবি তাকে এখান থেকে বদলি করে অন্যত্র সরিয়ে নিয়ে আমাদেরকে মুক্তি দিন। অনেকে লাইসেন্স এর জন্য অতিরিক্ত টাকা দিয়ে সময় মতো লাইসেন্স না পেয়ে প্রতিবাদ করলে তাদেরকে সার সহকারীদের দিয়ে করে অপমান ও লাঞ্চিত। এ সকল মানুষের শাস্তি ও বিচার চান ভুক্তভোগীরা।