ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসে ঢাকাজেলা ও ধামরাইয় উপজেলা এবং সোমভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। সভায় সভাপতিত্ব করেন সোমভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলে নেতা মিলন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ধামরাইয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু, যুগ্ন আহ্বায়ক আব্দুল হালিম প্রমুখ।