আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর পশ্চিম পাড়ায় এলজিআরডি প্রকল্পের ৩৬ লক্ষ টাকার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৯এপ্রিল) রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিস্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এ সময় পশ্চিম পাড়ার কিয়ামুদ্দিনের বাড়ির মোড় থেকে কালামের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড মেম্বার হারুন মন্ডল,আওয়ামী লীগ নেতা ইউনুস খান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এলাকাবাসী জানায়, গ্রামকে শহরে উন্নিত করার লক্ষ্যে ধামসোনা ইউনিয়নে গত ৫ বছরে যে পরিমাণ রাস্তা ব্রীজ কালভার্ট ও ড্রেনেজ এর কাজ হয়েছে বিগত ৩০বছরেও এধরণের উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন তারা।