ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৪ দোকানিকে ৪ টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে নবীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
জানা যায়, সয়াবিন তেলসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রি ও বাজার অস্থিতিশীল করার অভিযোগে এ অর্থদণ্ড করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।