মেট্রোপলিটন থানা এলাকা থেকে ২বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ায় কাশিমপুর মেট্রোপলিটন থানায় একটি অজ্ঞাত নামা অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।
গত ১৮ এপ্রিল শিশু আরিয়ান(২) নিখোঁজের পরে তার পরিবার কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অপহরনকারীদের বিরুদ্ধে কাশিমপুর থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন শিশু আরিয়ানকে খুঁজতে।
অবশেষে ২৩ এপ্রিল রাতে আরিয়ানকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনাবাড়ীর হরিনার চালা থেকে রীনা বেগম এর হেফাজত হইতে উদ্ধার করে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশ।
পরবর্তীতে আটককৃত রীনার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের মূল অপহরণকারী শিমু বেগম ও অপর সহযোগী মুকিম বিল্লাকে আটক করে। জানা যায় রীনা বেগম ও মুকিমের পরিকল্পনা অনুযায়ী শিমু শিশু আরিয়ানকে চুরি করে ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলেন বলে জানিয়েছেন কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশ।
রবিবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিমু বেগম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তার হেফাজত হইতে শিশু বিক্রির নগদ ১৫,৫০০ টাকা জব্দ করেছে। শিশু আরিয়ানকে খুঁজে পেয়ে তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর থানা পুলিশকে।
এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মাহবুব খোদা এ প্রতিবেদককে বলেন, শিশু আরিয়ানকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের নিয়মিত মামলা রুজু করে আদালতের মার্ধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।