মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় ১ আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
আহত আনসার সদস্য হলেন- টাঙ্গাইল জেলার মনসুর রহমানের ছেলে মোঃ বাহারুল (৩৫)।
এ বিষয়ে বিএসআরএম মীরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, বুধবার ভোররাতে ঐ আনসার সদস্য ডিউটিতে ছিলো। এই সময় কারখানার উত্তর পাশে স্ক্রাব চুরির উদ্দেশ্য দুর্বৃত্তরা প্রবেশ করে। এই সময় আনসার সদস্য বাহারুলকে পাথর নিক্ষেপ করে আহত করে। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত আনসার সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন ভালোর দিকে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, আনসার সদস্য হামলার বিষয়ে অবগত আছে। বিএসআরএম কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।