1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে কাউন্সিলের নেতৃত্বে এক সেনাবাহিনীর সার্জেন্টের বসত বাড়ি ভাংচুরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

রংপুরে কাউন্সিলের নেতৃত্বে এক সেনাবাহিনীর সার্জেন্টের বসত বাড়ি ভাংচুরের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৮০ বার

রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এক সেনাবাহিনীর সার্জেন্টের বসত বাড়ি ভাংচুর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৪ এপ্রিল) থানায় বাদী হয়ে অভিযোগ করেছে ভুক্তভোগী সেনাবাহিনীর সার্জেন্ট হারুত হোসেন।এর আগে গত শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ওই
ওয়ার্ডের কাউন্সিলর গাফফার হোসেন ও মহিলা কাউন্সিলর লাকী বেগম এর নেতৃত্বে এরহামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,ওই ওয়ার্ডের ভগিবালাপাড়ায় রংপুর সিটি কর্পোরেশনের ড্রেন তৈরি করার জন্য ৬ফুট রাস্তা আছে।কিন্তু কাউন্সিলর ইচ্ছেকৃতভাবে রংপুর সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া ১০ ফুট রাস্তা করার জন্য ওই ভুক্তভোগী হারুত মিয়ার শয়ন ঘর ভেঙে দিতে বলেন।বিষয়টি হারুত মিয়া রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে অবহিত করলে শয়ন ঘর ভাঙতে হবে না বলে জানান তিনি।তারপরও ভুক্তভোগী সেনাবাহিনীর সার্জেন্ট কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে চলে যান।এরই মধ্যে গত ২/৪/২২ রাত সাড়ে ১২টার দিকে দুই কাউন্সিল ও আরও ২০/৩০ জন ভুক্তভোগীর শয়ন ঘরের দেয়াল ভাঙে ফেলে।এসময় ভুক্তভোগীর স্ত্রী ও সন্তান আঘাত প্রাপ্ত হলে মুমূর্ষু অবস্থায় তাদের সিএমএসই তে ভর্তি করা হয়।এবং বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানানো হয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকী বেগম সাংবাদিকদের বলেন,দীর্ঘ দিন থেকে যোগাযোগ করেও রাস্তার জন্য জায়গা ছাড়েন নি হারুত মিয়া। বিষয়টি নিয়ে এলাকাবাসী সেদিন রাতে বসে এসময় তার পরিবারের লোকজন আমাকে ধাক্কা দেয়।পরে আমরা চলে আসার পর জনগণ ক্ষিপ্ত হয়ে হারুত মিয়ার বাড়ি ভাংচুর করে।

অভিযুক্ত রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিল গফফার মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মজনু মিয়া বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম