ঢাকা জেলা সাভারের রানা প্লাজা ট্রাজেডির নয় বছর পূর্তি হতে যাচ্ছে রোববার (২৪ এপ্রিল) ট্র্যাজেডি ইতিহাসের সবচেয়ে বড় দিন।
২৪ এপ্রিল ২০১৩ বাংলাদেশ সময় পৌনে নয়টার সময় ধসে পড়ে ১১২৯ জন শ্রমিক নিহত হন। আহত হয় ২৫০০ শত জনেরও বেশি।
নিখোঁজ হন ৯৯৬ জন শ্রমিক। এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ।
এ ঘটনার পর থেকে রানা প্লাজার স্থানটি অরক্ষিত ছিল, যা পরে কিছু দোকানদার বেদখল করে নেয়। প্রায় আট বছর পর স্থানটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন । স্থানটি উদ্ধারের জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
মাজহারুল ইসলাম ঢাকা রিপোর্টকে বলেন,নিহত শ্রমিকদের স্মরণে একটা ভাস্কর্য বসানো হয়েছে । যখন সওজের (সড়ক ও জনপদ) কাজ শুরু হয় তখন উনাদের কাছে জানতে চাই, ড্রেনটা কোন দিক দিয়ে যাবে। তারা ভাস্কর্যটা ভাঙতে চাচ্ছিলেন না। পরে আমরা ওটা বাইপাস করে ড্রেনের ডিজাইনটা করে দেই এবং কাজটা শেষ হওয়ার মুহূর্তে জায়গাটা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে হলেও পরে স্থায়ী ভাবে আমরা এ জায়গাটি সংরক্ষণ করবো। কিছু বাজেট পেলে স্থানটিতে আমরা সীমানা প্রাচীর নির্মাণ করে দিব।
তিনি বলেন, কিছু অবৈধ দখলকারী ছোট ছোট টঙ দোকান তুলে স্থানটি দখল করার চেষ্টা করছিল। যেহেতু আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে স্থানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইউএনও ও এসিল্যান্ডকে (উপজেলা ভূমি কর্মকর্তা)কে এটি সংরক্ষণের উদ্যোগ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু স্থানটির দায়িত্ব উপজেলা প্রশাসনের ওপর বর্তায় তারই পরিপ্রেক্ষিতে কাঁটাতারের বেড়া দেওয়া হলো ।