সাভার মডেল থানায় হত্যা গুম,লুটতরাজসহ বহু মামলার আসামী লিয়াকত আলীকে গ্রেফতার করেছে আমিন বাজার থানার নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমার বাড়ী হতে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের খবরে কাউন্দিয়া এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সুত্রে জানা যায় কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারকৃত লিয়াকত আলীকে বেশ কিছু দিন ধরে পুলিশ খুজে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে এলাকায় হাজী শহীদুল্লাহ হত্যা মামলা শাহ আলম গুমের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়াও গত ৩দিনে তার নেতৃত্বে তুরাগ নদীতে বালু বোঝাই জাহাজ হতে বালু লুট ও চাদা আদায়ের অভিযোগে নতুন আরও ২টি মামলা রুজু হয়।
আমিন বাজার নৌ থানার ওসি শহীদুল ইসলাম সরদার জানান সন্ত্রাসী শহীদুল্লাহকে গোপন সংবাদের ভিত্তিতে কুমার বাড়ী এলাকা হতে আজ বিকেলে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা গুমসহ এ পর্য়ন্ত ৫টি মামলার সন্ধান পেয়েছেন বলে জানান তিনি।