চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করে মোহাম্মদ আব্বাস উদ্দিন (বালু আব্বাস ) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ ) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা কোস্ট গার্ড এলাকায় সাঙ্গু নদীতে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীথর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের স্টেশন কর্মকর্তারা।অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন , সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আব্বাস উদ্দিন নামে এক ড্রেজার মালিককে ড্রেজার জব্দ করাসহ জরিমানা করা হয়। অবৈধ বালি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।