কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের দিশা টাওয়ারে সকল শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, জিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার
ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক ও জিটিভি’র জেলা প্রতিনিধি সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, বর্তমান মিডিয়াবান্ধব সরকার সাংবাদিকদের কল্যানে যা করেছে তা পূর্বের কোন সরকার করেনি। সাংবাদিক কল্যান ট্রাস্ট, গণমাধ্যম কর্মী আইন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন সহ নানাবিধ কল্যান মূখী উদ্যোগ গ্রহণ করেছে ।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন। সত্য সংবাদ সমাজের এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে। প্রত্যেক সাংবাদিককে অনুসন্ধানী এবং সত্য সংবাদ তুলে ধরতে হবে।