সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন এই প্রতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার সময় সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার সময় হাসপাতাল সভা কক্ষে
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচ ডা: আব্দুস সামাদের সভাপতিত্বে ডা: ফয়ছল আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,আর এমও ডা: চম্পক কিশোর শাহা সুমন,নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,হাপাতালের চিকিৎসা ডা: প্রিয়াংকা পাল,ডা: আফজাল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা সুস্থ্য জীবন যাপনে সবাইকে পুষ্টি জাতীয় খাবার গ্রহণের আহবান জানান।