1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা ॥ অপর গ্রুপের জরুরী মিটিং ॥ ছড়িয়েছে উত্তেজনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা !

নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা ॥ অপর গ্রুপের জরুরী মিটিং ॥ ছড়িয়েছে উত্তেজনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২২৬ বার

নবীগঞ্জ পৌর বিএনপি’র বিভক্ত দু”গ্রুপের পৃথক পৃথক স্থানে কাউন্সিল ও সম্মেলনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান আহ্বায়কসহ এক গ্রুপ কেন্দ্র বা জেলা থেকে সময় না দিলেও আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে অপর গ্রুফের ৩ জন যুগ্ম আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির জরুরী মিটিং করেছেন। তারা ঘোষিত এক গ্রুপের সম্মেলনের তারিখ প্রত্যাখান করে কেন্দ্র ও জেলা কমিটির সিদ্ধান্তে অটল রয়েছেন। এ বিষয়ে জেলা বিএনপির তড়িৎ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।স্থানীয় সুত্রে জানাযায়, ২০১৯ সালের ২ অক্টোবর হবিগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বারে কাউন্সিলের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করে।

কমিটি গঠনের পর থেকে উপজেলা বিএনপি ১৩টি কমিটি সফলভাবে সম্পন্ন করলেও পৌর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে ৯টি ওয়ার্ডে ১৮ টি কমিটি গঠন করে। এক গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, বর্তমান আহব্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহব্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী,সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য যুবরাজ গোপ প্রমূখ।অপর গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক ও বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু, বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় প্রমূখ।বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ জেলা বিএনপি জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার জন্য প্রস্তুতি নেন এবং সে লক্ষ্যে বিভিন্ন উপজেলা কমিটি ইতিমধ্যে সফল ভাবে সম্পন্নও করেছেন। কিন্তু নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে বিপাকে রয়েছে জেলা বিএনপি। ইতিমধ্যে উপজেলা বিএনপির কাউন্সিলের একাধিক তারিখ নির্ধারন করলেও তা আর সফলতার মুখ দেখেনি। সর্বশেষ আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করলে নবীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনের কোন তারিখ দেয়া হয়নি। উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিয়ে মাঠে সরব রয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার পৌর বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর বাসভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে পৌর বিএনপির আহ্বায়কসহ কমিটির একাংশের উপস্থিতিতে আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী, যুবরাজ গোপ, রসময় শীল, ভজন সরকার, সুন্দর আলী, জয়নাল আবেদীন, নুরুল আমীন, লুৎফুর রহমান মাখন প্রমূখ নেতৃবৃন্দ । এই খবর ছড়িয়ে পড়লে পৌর বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকালে অপর গ্রুপ নবীগঞ্জ পশ্চিম বাজারস্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা করেছেন বলে জানাগেছে । এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন মিঠু, অরবিন্দু রায়, জয়নাল আবেদীন, ছালেক মিয়া, আলাউর রহমান, আতাউর রহমান চৌধুরী প্রমূখ । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে উত্তেজনা বিরাজ করছে উভয় গ্রুফের মধ্যে। মিটিং পাল্টা মিটিং এবং জেলা কমিটির অনুমতি ব্যতিরেখে সম্মেলনের তারিখ ঘোষনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষনরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম