ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন আরমি সংগঠনের সদস্যদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) সংগঠনের সদস্যরা বিভিন্ন গ্রামের ৭০ জন অসহায় দুস্থদের মাঝে মুড়ি, চিড়া, ছোলা বুট, খেজুর, আলু, পেঁয়াজ, চিনি ও শরবত বাড়ি বাড়ি পৌঁছে দেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাতুল ইসলাম সায়মন এর সার্বিক তত্বাবধানে ও সংগঠনের সভাপতি গোলাম মারুফ প্রিতমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাফিয়ান ইসলাম রিমন, সহ-সভাপতি মোঃ মাহাবুব, মোমেন মিয়া, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম মিয়া, সহ-প্রচার সম্পাদক ফাহিম, অর্থ সম্পাদক ওমর ফারুক, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক রিমন, সদস্য নাজমুলসহ আরো অনেকে।
উল্লেখ্য, এ সামাজিক সংগঠনটি প্রতিবছরই সমাজের অসহায় ও দুস্থদের কল্যাণে এ ধরণের মানবিক কার্যক্রমে অব্যাহত রয়েছে।