পবিত্র মাহে রমজান উপলক্ষে শতধা সমবায় সমিতি লিমিটেড’র উদ্দোগে দিনাজপুর শহরের শেখ জাহাঙ্গীর মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের নিয়ে শতধা”র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর শহরের শেখ জাহাঙ্গীর এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শতধা সমবায় সমিতি লিমিটেড’র কোষাধক্ষ্য আজাদ মীর, সদস্য মোঃ বেলাল উদ্দিন শিকদার রুবেল, মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, মোঃ আতাউর রহমান, রিয়াজ ইউ আহমেদ, হুমায়ুন কবির, মাসুদ জাহান চৌধুরী, ফিরোজ আহমেদ, আল মামুন, মোঃ মাহফুজুল ইসলাম, মোঃ সৈয়দ জামান, মোহাম্মদ ফিরোজ, মোঃ আলো, মোঃ গোলাম ফারুক, মোঃ রায়হানুল ইসলাম, মোঃ আব্দুর রহিম ও মোঃ মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং শতধা লিমিটেডের অন্যান্য সদস্যবৃন্দ।