নানা আয়োজনের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর সরকারি মহেশ চদ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলামসহ সরকারি বিভিন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ শোভাযাত্রায় অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।