জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রশাসক নিয়োগ পেলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের ব্যাপারী। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা- ১ এর প্রজ্ঞাপনে উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
রোজার সময়ে সরকারী অফিস সারে তিন পর্যন্ত নির্ধারিত থাকলেও অফিস সময়ের পর বৈকাল ৫ টার দিকে মেয়র হাবিবুর রহমান হাবিব প্রজ্ঞাপনের চিঠি পান। চিঠি পেয়ে সন্ধ্যার আগে নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল কাদের ব্যাপারীর বাড়ী থেকে পৌরসভায় নিয়ে এসে ইফতারে পরই দায়িত্ব বুঝে দেন।
আব্দুল কাদের ব্যাপারী ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দূঃসময়ে সাংগঠনিক ভাবে দলকে গোছিয়েছিলেন। তিনি পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ে দীর্ঘসময় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামীলীগের সদস্য ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা – কর্মচারী সহ আওয়ামী লীগ ও সহযোগী, সংগঠনের নেতৃবৃন্দরা।
উলেখ্য যে, পাঁচবিবি পৌরসভা ২০১১ সালের ১০ ফ্রেব্রুয়ারী পাঁচবিবি পৌরসভায় নির্বাচিত মেয়র হিসেবে হাবিবুর রহমান হাবিব দায়িত্ব গ্রহন করেন। ৫ বছর পর সিমামা জটিলতা নিয়ে কয়েকটি মামলা হয়েছিল। মামলা জটিলতায় নির্ধারিত সময়ে ভোট হয়নি। সম্প্রতি স্থানিয় সরকার বিভাগের সিদ্ধান্ত মতে এ পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
এব্যাপারে সদ্য বিদায়ী মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন আব্দুল কাদের মন্ডল আমাদের পাঁচবিবির ত্যাগী ও দুঃসময়ের নেতা। তিনিই এই পাঁচবিবি পৌরসভা তৈরী করতে উদ্যেগ নিয়েছিলেন। ওনারই তখন প্রশাসক হবার কথা ছিল। শেষ বয়সে তাকে প্রশাসক করায় আমি খুশি।
প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেই আব্দুল কাদের ব্যাপারী বলেন, মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞ ও সালাম,শেষ বয়সে আমাকে সন্মানিত করার জন্য।