লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করতে গিয়ে তিন জন চোরকে আটক করেন স্থানীয়রা,পরে তাদের থানায় হস্তান্তর করেন। সকলেই রংপুর জেলার বাসিন্দা।
সোমবার ২৫ এপ্রিল সকালে হাতীবান্ধায় টাওয়ারের চুরিকৃত ৬৮ টি ব্যাটারিসহ তিন চোর ও ব্যবহৃত গাড়ি সহ আটক করা হয়। চুরিকৃত ব্যাটারিগুলোসহ হাতেনাত আটক করে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।তিন’জনেরই বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মুরাদপুর ও খামারকুর্শা গ্রামে।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের হাসানুর রহমান হাসান (২৬) পিতা আলহাজ আব্দুল জলিল। মেরাজুল ইসলাম(২৭) পিতা হাফিজার রহমান, খামারকুর্শা গ্রামের আব্দুল হাকিম ড্রাইভার (৩৫) পিতা মৃত তমিজ উদ্দিন। স্থানীয়দের দাবী দীর্ঘ
দিন ধরে তারা এই সব চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, কাকিনা বাজারের স্থানীয়রা ৩ জন মোবাইল টাওয়ারের ব্যাটারী চোর সম্পর্কে অবগত করলে তাদের থানায় নিয়ে এসে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।