বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের এসওডি( ২০১৯)এর আলোকে বাগেরহাটের শরণখোলা উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার সকাল ১০.০০ঘটিকায় ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাসিব বিল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির এ্যসিসট্যন্ট প্রোগ্রাম অফিসার মোঃ সাদিদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোন্তাকাটা ইউনিয়ন এর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য নাদিরা আক্তার , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলার ইউনিট লেভেল অফিসার মোঃ হান্নান, প্রোগ্রাম অফিসার আব্দুল সত্তার মারুয়া।
এ সময় জনমতের উপরে ভিত্তি করে ১৪ জনের সমন্বয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।