উল্টোপথে যাওয়ার সময় সড়ক বিভাজন ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়েমুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এ সময় মেহেদী হাসান পারভেজ নামে এক গার্মেন্ট কর্মকর্তা নিহত হন। অপরদিকে আশুলিয়ায় জামগড়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা স্ট্যান্ডসংলগ্ন পাকিজার সামনে প্রথম ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হন। নিহত মেহেদী ‘ওয়াইপি আশুলিয়া’ নামের একটি ক্যাপ তৈরি কারখানার প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তাঁর স্থায়ী ঠিকানা বরিশাল বলে জানা গেছে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি উল্টোপথে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। সাভারের পাকিজার সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এ সময় মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়লে মেহেদী হাসান পারভেজ ঘটনা স্হলে নিহত হন। এ সময় আরো দুজন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে রবিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রাসেল শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল করে তাঁর কর্মস্থল ধামরাইয়ে যাওয়ার সময় জামগড়া এলাকায় কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাসেল শেখের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়।
নিহত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রাইজকান্দী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুরের বাগবাড়ি এলাকায় থেকে ধামরাইয়ের গ্লোরিয়াস ড্রেসেস নামে একটি পোশাক কারখানায় লাইনম্যান হিসেবে কাজ করতেন। এসআই সুব্রত রায় বলেন, ‘নিহতের পরিবার এসেছে। তাঁদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’