ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশ ব্যাপী আওয়ামী সন্ত্রাস, বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
১৪মে (শনিবার) বিকালে শহরের শহীদ ডাঃজিকরুল হক রোডের দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক ইন্জি; রিয়াজুল ইসলাম রিজু বলেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয় এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
আওয়ামীলীগ সরকার সাধারণ জনগণকে মেরে ফেলার চেষ্টা করছে।
বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশ্যে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, শ্রীলংকার পরিস্থিতি দেখে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের অবস্থা শ্রীলংকার চেয়ে ভয়াবহ হবে। আর ২০২২ সাল হবে আওয়ামী লীগ সরকারের শেষ সাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব শাহীন আকতার শাহীন, এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কৃষক দলের সদস্য সচিব সাজেদুজ্জামান সরকার দিনার, ছাএদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির আহবায়ক ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, পৌর বিএনপি সদস্য সচিব শেখ বাবলু, মনোয়ার হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সহ বিএনপি ও অংঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলা-উপজেলার নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন।