1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে ছিনতাইকৃত ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

জয়পুরহাটে ছিনতাইকৃত ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার।

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৮৫ বার

জয়পুরহাটে ছিনতাইকৃত ১৩ লাখ টাকাসহ ৩ জন ছিনতাইকারী ও একজন চিহ্নিত সন্ত্রাসী ধারালো ছোড়া ও মাদকসহ গ্রেফতার।

গত ২২ মে সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জামালগঞ্জ এজেন্ট শাখা ম্যানেজার আবুল হোসেন (৫২), জামালগঞ্জ এজেন্ট শাখার লেনদেনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জয়পুরহাট জেলা শাখা থেকে ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ফেরার পথে অনুমানিক বেলা ১১.১০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দা গ্রামের ব্রীজের আগে পাকা রাস্তায় পৌছা মাত্র ২ টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ০৬ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দিয়ে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মটর সাইকেলসহ পালানোর চেষ্টা করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় জয়পুরহাট থানার এসআই উজ্জ্বল মিয়া সঙ্গীয় টহল অফিসার এসআই বেলাল উদ্দিন ও ফোর্সসহ শামসুজ্জোহা জোহা (৩১), নামের এক ছিনতাইকারীকে ১৩ লাখ টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হোন। এ সময়ে বিভিন্ন কৌশলে অভিযান চালিয়ে জামিউল ইসলাম মিন্টু (৪০) কে ০১ টি ছুরি সহ এবং অপর ছিনতাইকারী সুমনকে গ্রেফতারসহ উক্ত ঘটনাস্থল থেকে পলাতক ছিনতাইকারীদের ফেলে যাওয়া ৩ টি ধারালো ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণ আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা, হাকিমপুর থানা, বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা রয়েছে।

পরবর্তীতে অপর এক অভিযানে জয়পুরহাট থানার এসআই উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সদর উপজেলার দেওয়ানপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে রকি হোসেন ওরফে গালপুড়া রকি (৩৪), ২২ মে সোমবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে রকি হোসেনের মাল্টা বাগানের পূর্ব পাশ থেকে ২০ বোতল ফেন্সিডিল ও একটি বড় ধারালো ছুরিসহ গ্রেফতার করেন।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অফিসার ফোর্সদের পাঠিয়ে ছিনতাইকৃত টাকাসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একটি অভিযানে রকি হোসেন ওরফে গালপুড়া রকি নামে একজন চিহ্নিত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রকির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় চুরি, মাদক, ডাকাতি সহ সর্বমোট ১০ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম