ঠাকুরগাঁও সদর উপজেলার ডোডাপাড়া নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে ২ শিক্ষককে আটক করে পুলিশ। ২৯ মে রোববার ঐ মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী (৪৮) ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ (৫২) কে আটক করে পুলিশ।
এ ঘটনায় মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার নিশির পিতা ইব্রাহিম খলিল ঐ দিন রাতেই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ঐ ২ শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ৩০ মে সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ২ শিক্ষককে জেলহাজতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ঐ দিন দুপুরে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে পাঠদান করছিল। এ সময় শ্রেণীকক্ষে চিপস এর প্যাকেট ফেলে নোংরা করার অভিযোগ এনে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, কে নোংরা করেছে। পরে স্বীকারোক্তী নেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মারপিট শুরু করেন ঐ ২ শিক্ষক। বিষয়টি ৮ম শ্রেণীর ছাত্রী নিশির পিতা মোবাইল ফোনে জানতে পেরে মাদ্রাসায় গিয়ে নিশি, ৭ম শ্রেণীর তাজেল ইসলাম (১৩), জাহিদ (১৩) কে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এদের মধ্যে মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর গ্রামের মৃত: দানেশ আলীর ছেলে ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় (ধনিপাড়া) গ্রামের মৃত কজির উদ্দিনের ছেলে।