টানা বৃষ্টি আর ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৫টি ইউনিয়নের হাওর বহির্ভূত উচু জমির ২৩০ হেক্টর বোরো জমির ফসল তলিয়ে গেছে। এছাড়াও শ্রমিক সংকট থাকায় কৃষকেরা পড়েছেন বিপাকে। চড়া দাম দিয়েও শ্রমিক মিলছেনা। ধানের খলা তলিয়ে যাওয়ায় ধান শুকাতে না পারায় বিপাকে রয়েছেন কৃষকেরা।
এ বছর ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে হাওর বহির্ভূত উচু অংশে ৬ হাজার ৬৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৮৭৮ হেক্টর ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে সপ্তাহদুয়েক সময় ধরে লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর ২৩০ হেক্টর বোরো জমির ধান তলিয়ে গেছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কর্তন করা ধান শুকানো থেকে শুরু করে গোলাজাতকরণ প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
পাইকুরাটি ইউপির কৃষক নুরুজ্জামান জানান, তিনি ভাবেতই পারেননি উচু জমিতে পানি উঠে যাবে। গত ২০ বছরেও এমন পানি দেখিনি। মজুরি বেশি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘২৫ ভাগ জমির পানিতে তলিয়ে গেছে। বাকি ধান কাটতে পারলেও বৈরি আবহাওয়া ও ধান শুকানোর জায়গা পানিতে নিমজ্জিত হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। ফলে কৃষকের এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘যাদের জমি পানিতে নিমজ্জিত হয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে।’