রংপুরে তৃতীয় সপ্তাহে সেরা রিপোর্টার নির্বাচিত হলেন ভিজুয়াল ক্যাটাগরিতে দৈনিক করতোয়া হুমায়ুন কবির মানিক এবং প্রিন্ট-অনলাইনে দৈনিক দাবানল ও বে নিউজ টোয়েন্টিফোর-এর জিএম জয়। তাদের তৈরী করা যথাক্রমে ‘রংপুরে কমছে তামাক চাষ’ ও ‘তিস্তাচরে দৃষ্টিনন্দন পার্ক : পর্যটনশিল্পে সমৃদ্ধির প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন দুটির জন্য দুই ক্যাটাগরীতে সেরা রিপোর্ট হিসেবে নির্বাচন করে জুরি বোর্ড।
জুরি বোর্ডের সদস্যরা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।
শনিবার ( ১৪ মে) রাত ৮ টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিদের মধ্য থেকে সেরা দুটি রিপোর্ট নির্বাচন করে সংশ্লিষ্ট রিপোর্টারের হাতে প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রতি সপ্তাহে সেরা রিপোর্ট নির্বাচন করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। সুস্থ্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে নতুনরাই এই জেলার সাংবাদিকতার মান উঁচুতে নিয়ে যেতে পারবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন।
বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফা বেগম শিউলী, রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হুসাইন, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান বিপ্লবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে স্ব স্ব মাধ্যমে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক ‘সেরা রিপোর্ট’ গ্রুপ অথবা rcrrangpur@gmail.com -এ মাধ্যমে জমা দিয়ে প্রতিযোগীতায় অংশ নিতে পারেন রংপুরের সংবাদকর্মীরা। প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় জুরিবোর্ডের সদস্যরা পর্যালোচনা করে সেরা রিপোর্ট নির্বাচিত করবেন।
উল্লেখ্য, প্রতি শনিবার থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।