1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ধান কাটতে শ্রমিক সংকট! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

শ্রীপুরে ধান কাটতে শ্রমিক সংকট!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮৬ বার

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক সংকটের কারণে মাঠ থেকে ঘরে ধান তুলতে পারছে না শ্রীপুরের কৃষকেরা। ঈদুল ফিতরও কিছুদিন ধরে বৈরী আবহাওয়া চলছে।ঝড়ে নুইয়ে পড়ছে অধিকাংশ মাঠের ধান। অনেক নিচু ক্ষেতে জমেছে পানি।আকাশে মেঘ দেখলেই শন্কিত হয়ে পড়ছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা বলেছেন মাঠের ধান পেকে গেছে।কিন্তু শ্রমিকের অভাবে তারা ধান কাটতে পারছেন না।বিশেষ করে শ্রীপুর উপজেলার কাওরাইদ,গোসিংগা, রাজাবাড়ি ও প্রহলাদপুর ইউনিয়নের নিচু জমিতে যারা ধান আবাদ করেছে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়ছে।অনেক জমিতে পানি জমে গেছে।হঠাৎবৃষ্টি হলেই নিচু জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,এখনো শতশত একর জমির পাকা ধান মাঠে পড়ে আছে।শ্রমিকের অভাবে এসব ঘরে তুুলতে পারছেন না কৃষকেরা।অনেক কৃষক পরিবারের সদস্য নিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। ছবিটি শ্রীপুরের বরমি গ্রামের।তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার। ঈদের ছুটিতে বাড়ি আসলে শ্রমিক সংকটের কারনে নিজের ক্ষেতের ধান কাটছেন।তিন চারদিন ধরে শ্রীপুর সদর রেলষ্টেশন, মাওনা চৌরাস্তা, জৈনাবাজার,রাজেন্দ্রপুর চৌরাস্তা সহ ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বাজারে গৃহস্থদের ভীড় ও শ্রমিকদের নিয়ে টানাটানির চিত্র চোখে পড়ে।পৌরসভার বৈরাগীচালার কৃষক আবুল হোসেন বলেন,এবার তিনি পাচ বিঘা জমিতে ধান আবাদ করেছেন। এক সপ্তাহ আগে ক্ষেতের সব ধান পেকে গেছে।শ্রমিক না পাওয়ার কারণে এখনো পর্যন্ত জমির ধান ঘরে তুলে পারেনি।অন্যবছর বাহিরের জেলা থেকে অনেক শ্রমিক আসে।স্থানীয় শ্রমিক থাকলেও তারা যেসব কৃষকের ধান কাটার চুক্তি নিয়েছেন সেগুলোই কেটে শেষ করতে পারছেন না।

কাওরাইদ ও রাজাবাড়ি এলাকায় কয়েকজন কৃষকের সংগে কথা বলে জানা যায় যে,গত বছর ধান কাটা শ্রমিকদের মোট ধানের ৫/৬ শতাংশ দিলেই হতো।এতে প্রতি বিঘা জমির ধান কাটা বাবদ খরচ করতো আড়াই থেকে তিন হাজার টাকা।কিন্তু এবার এপ্রিলের মাঝামাঝি সময়ে ক্ষেতের ধান গাছ ঝড়ের কারণে নুইয়ে পড়ায় ধান কাটতে মোট ধানের ৮/১০শতাংশ দাবী করছেন শ্রমিকেরা।এতে এক বিঘা জমির ধান কাটতে পাচ থেকে ছয় হাজার টাকা খরচ হচ্ছে। তাছাড়া এবছর বোরে ধানে খুব বেশি লাভ হবে না।সেচ খরচ,সার ও পরিচর্যায় প্রতি বিঘা জমিতে ৮/৯ হাজার টাকা খরচ হয়েছে।তারপর ঝড়ও বাতাসে ক্ষেতের ধান নুইয়ে পড়ায় ক্ষেতের ১০/১২ শতাংশ ধান চিটা হয়ে গেছে।আবার শ্রমিক পড়ছে প্রতি বিঘায় প্রায় ৫/৬ টাকা।বৈরী আবহাওয়ার কারণে এবার কৃষকের অনেকের ক্ষতি হয়ে গেছে।অনেকে জানান নিচু /বিলে জমি লাগানো ধান এক ঘন্টা ভারী বৃষ্টি হলে সব ডুবে যাবে। দ্রুতই শ্রমিক সংকট কাটিয়ে উঠতে না পারলে কৃষকের মারাত্ব ক্ষতির সম্ভবনা রয়েছে বলে অনেকেই ধারনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম