ঢাকা জেলা সাভারের আশুলিয়া ডেন্ডাবর এলাকায় হাবিব স্পোর্টস একাডেমি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (৩০মে) বাদ আছর আশুলিয়া থানা যুবদল,সেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং গন ভোজের আয়োজন করা হয় ।
সাবেক আশুলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী মোঃ উসমান গনীর সঞ্চালনায় ও ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ, ঢাকা জেলা সেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক হাজী মোঃ মালেক কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ টিপু সুলতান, মোঃ মজিবর , মোঃ সেকান্দর, মোঃ সুলতান, মোঃ নাজমুল, মোঃ হারুন, সেচ্ছাসেবক দল নেতা মোঃ আব্দুল হামিদ, মোঃ শওকত । ঢাকা জেলা উত্তর ছাত্রদল নেতা মোঃ সজীব রায়হান ,মোঃ মাফুজুল আলম সাগর , মোঃ তানিম ভূইয়া ও আশুলিয়া থানা বি এন পির সকল অঙ্গ সংগঠন এর নেতা কর্মীবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনায় দোয়া শেষে এলাকার সাধারণ মানুষের মাঝে গনভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।