জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ও রায়কালী ইউনিয়ন বিএনপির আহবায়ক পকেট কমিটি বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় ও উপজেলার দু’জন বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হুমায়ন কবির রানা, সাবেক যুগ্ন আহবায়ক আপেল মাহমুদ বকুল ও বিএনপি নেতা মাহবুব আলম রেন্টুসহ অন্যান্যরা।
রবিবার (২২ মে) দুপুরে গোপানীনাথপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করে বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও উপজেলা বিএনপির আহবায়ক জামসেদ আলমের কুশপুত্তলিকা দাহ করে তাদের অবাঞ্চিত ঘোষনা করা হয়।