1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিছু গল্প কড়া নেড়ে যায় ঃ এম এ রহিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

কিছু গল্প কড়া নেড়ে যায় ঃ এম এ রহিম

মাই লাইফ”

এম এ রহিম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫২১ বার

আমার হৃদয় ভালো এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে পার হলেও সবসময় দৃঢ়ই থাকে
আমি আশার উজ্জ্বল আলো, সত্যর পূজারী এবং চিরকাল বিশ্বস্ত !
সাধন করতে চাই হৃদয়ের দয়াময়কে।
সাজিয়ে নিতে চাই সিক্ত কোমল আয়নায়।
পঠিত গল্পের শেষে আমিও মানুষ।
ভিতর কখনো খুজতে চাই না।
ইচ্ছের বিরুদ্ধে অভিযোগ অমায়িক
আজব আমি “আজব আমার মন!
________”আমি বন্ধু করেই নিই তাকে,
যার কোনো বন্ধু নেই”।
আমার কথা গুলো তার সাথেই শেয়ার করবো;
যার কথা গুলো শুনার মানুষ নেই॥
আমি তাকে নিয়েই দিগন্তে ডানা মেলতে চাই;
যাকে নিয়ে উড়বার কেউ নেই॥
আমি তাকে নিয়েই বাসা বাঁধতে চাই;
যার কোনো ঘর নেই॥
আমি তাকে নিয়েই স্বপ্ন দেখতে চাই;
যার কোনো স্বপ্ন নেই॥
আমি বাস্তববাদী হতে চাই;
যেখানে অবাস্তবের কোনো ঠাই নেই।
যদি মনে করো আমি তোমার;
তবে আসো,
ফিরিয়ে দেবো না… কথা দিলাম॥”
মানুষ মনে করে যে;
“সে যা বলছে তাই সে বলতে চেয়েছে।
অনেক সময় একটা কথা বলবার পরই আমরা বুঝে যাই, বুঝে বড় বিপন্ন হয়ে পড়ি যে, এ কথা তো বলতে চাইনি! আবার অনেক সময় আমরা বলবার পরও বুঝতে পারি না যে মনের মধ্যে যে কথাটি ছিলো, ঠিক সে কথাটি মুখে ফুটেনি, ভাষায় ফুটেনি।

________________”ভাষা আমাদেরই জন্য”
ভাষা তো কিছু শব্দ, কিছু নিয়ম, যাকে বলি ব্যাকরণ। নিয়মটা ভাঙ্গা যায়, ব্যাকরণ তো মানুষই তৈরি করে, কিন্তু শব্দ? শব্দও মানুষই তৈরি করেছে। কিন্তু একটি শব্দ একেক মানুষের ব্যবহারে একেক রকম অর্থনিয়ে আসে। কোনো দু’জনের এক নয়। তাই একজন যা বলছে আরেক জনের কাছেতা দুর্বোধ্য হয়ে যায়। আরো মারাত্মক এই যে ভুল অর্থেই পৌঁছে যায়…………………………….!”
“চোখে পানি আর ঠোঁটের কোণায় একটু হাসি,
এটি কি বিচিত্র একটি দৃশ্য!?”
“প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ
পাও, কিন্তু আকাশের কখনো নীল,কখনো সাদা আবার কখনো মেঘলা তবুও সে পাইনা কোন কষ্ট!
হে আল্লাহ, আমাকে আকাশ করে দাও॥”
“অত্যল্প স্বপ্ন ঘিরে আমার জগৎ!
ফিরে আশা গোধূলী বেলায়।
এ শুধু স্বপ্ন নয়, এ শুধু কল্প নয়,
নিয়মের বাহিরে অন্য নিয়মে পথ চলা…
নিশ্চল ভবিষ্যৎ অন্ধকারে ঘেরা,
________________”ঝাপ্সা”
যখন তুমি কোন কিছু মন থেকে চেয়েও পাবে না? তোমার থেকে পৃথিবীর সবকিছু ঝাপ্সা লাগবে !
ঝাপ্সা স্মৃতি কাগজে মোড়া॥”
“খুব যখন একা লাগবে তখন ভাববে যে,
কেউ একজন তোমার খুব কাছে আছে।
আর, সে তোমার এতোটাই কাছে…
যে কারনে তুমি তাকে দেখতে পাও না…॥”
“যা হারিয়েছো তার জন্যে আফসোস করো না;
ওটা তোমার জন্যে না।
যদি তোমারই হয়ে থাকে;
তোমার থেকে পালানোর সাধ্য তার নেই…”
স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে।

______________”সময়”
“পৃথিবীতে সবচেয়ে সুন্দর উপহার হল,
আরেকজন মানুষকে সময় দেওয়া…
কারন সময় হল মানুষের জীবনের একটা অংশ,
আর এটা কখনো ফেরত নেওয়া যায় না।”
“প্রতিটি সাধারণ মানুষ যেমন,
আমিও তেমন একজন অতি সাধারণ মানুষ!!
অবসর সময় কাটে একা একা,
কখনো কলম হাতে বসে থাকি নিশ্চুপ।
বৃষ্টি প্রচন্ড পছন্দ আমার,
বৃষ্টি নামলেই হাত দিয়ে বৃষ্টি ধরি।
পূর্ণিমার রাতে মন খুব খারাপ থাকলে
রূপালী জ্যোৎস্না গাঁয়ে মেখে ব্যস্ত নগরীর
পথে প্রান্তে হেঁটে বেড়াই…”
যখন খুব একা ফিল করি মোবাইলে ফোল ভলিয়াম দিয়া গান শুনি ঠিক তখনি নিজের অজান্তেই চোখের কোনায় পানি জমে,
ঠিক তখনি নিজেরে নিজে জিজ্ঞেস করি পৃথিবীর সবাই সব কিছু পাই না আবার পেয়েও রাখতে পারে না এটা কি তুই জানস না?
তাহলে এতো ভেঙ্গে পড়স কেন?
যন্ত্রের মতো নিজেকে নতুক করে আবিস্কার কর।
“যন্ত্র মানবেই পরিনত হতে খুব বেশি দেরি নেই।
কষ্টের অনুভূতি গুলো আগের মতন ধারালো নাই আর।
অযাচিত আঘাতে হৃদয়ে আগের মতন রক্তক্ষরণ হয় না।
ধীরে ধীরে আমি অজেয় হয়ে উঠছি।
বিবর্তনের এই ধাপটা খুব আনন্দদায়ী নয়।
বরং একটু বেশি অস্বস্তিকর।”
আমি হয়তো কোনদিন পাব না তোমার মন কারন সে মনে আছে হয়তো আরেকজন ।হয়তো তুমি কোনদিন ভাবনি আমার কথা,হয়তো পর ভেবে দিয়েছ অনেক ব্যাথা ।হয়তো আমার চোখের জল তোমার মনে জাগায় না সামান্য অনুভুতি । আমি জানি,এমন দিন তোমার জীবনেও আসবে যেদিন তোমার মন হবে নীল আকাশ আর তোমার ভাবনাগুলো হবে রঙ্গিন ঘুড়ি ,সেদিন তুমিও গাদবে কদম ফুলের মালা ।হয়তো বুঝবে সেদিন কে তোমায় সত্যি বাসে ভাল,তোমার জীবনে আলো জ্বালাতে গিয়ে কার জীবন এখন নিকষ কালো । আমি জানি সেদিন তোমার চোখে ঝরবে শ্রাবণের মেঘ,শত চেষ্টা করে ও তুমি বাধতে পারবে না আবেগ ।
_______________”কষ্ট ”
ঝিনুক এক ফোটা বৃষ্টির জন্য দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু সে কখনো কষ্ট বোধ করে না
আমরা মানুষ তাই আমাদের কষ্ট হবেই
নিজেকে যে কোন পরিস্থিতি তে এমন ভাবে মোকাবেলা করতে হবে যেনো চেহারার বিরক্ত বোধ না আসে।
ধৈর্য ধরা খুবিই কষ্টকর যার ফলাফল খুবিই মিষ্টি।
নিয়মিত যুদ্ধ করে আমি বড় হয়েছি।
হয়তো অনেকের থেকে সাপোর্ট পেয়েছি তাই এত টুকু আসতে পেরেছি।
দুঃখ ভাগ করার মত বিশ্বাসী কোন মানুষ পাইনি।
যাদের পেয়েছি তারাই আবার নতুন করে দুঃখ দিয়েছে। পৃথিবীর ঝড় ঝাপটা থেকে যে বটগাছ টা আমাকে আশ্রয় দেওয়ার কথা ছোট বেলাই তাকে হারিয়েছি।
মায়ের কষ্ট গুলো শুনে আর দেখে বড় হয়েছি
খুব বেশি স্বপ্ন এখন আর নেই মা কে সুখী করা ছাড়া।
আমার মায়ের মত হতভাগা যারা তাদের কোপালে বিধাতা একটা ভাই ফিক্সড করে দেয়। যে সব দিয়েই চেষ্টা করে।
সিক্রেট একটা কষ্ট আছে কারো সাথে শেয়ার করে নতুন করে কষ্ট নিতে চাই না।

_________”নীলকন্ঠ”
ভালোবাসা! অদ্ভুত এক জিনিশ!
একবার ফেলে লোভ হয় আরো পেতে মন চাই।
পেতে পেতে অসুস্থ হয়ে যাই! তখন ভালোবাসা দেখলে ভয় হয় !
তাকে চাই তাকে পেতেই হবে, এটাই কি শুধু ভালোবাসা?
নাকি তাকে চলে যেতে দাও, এটাও কখনো ভালোবাসা!!
যদি সে তোমার হয়, ফিরে আসবে একদিন
নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে দিবে।
মানুষ হিসেবে জন্মেছি বলেই ভালোবাসতে শিখেছি। ভালো থাকার অভিনয় করতে শিখেছি। সুখ আর দুঃখের মাঝে পার্থক্যযুক্ত করতে পেরেছি। যদি সত্যিই ভালোবাসা খুঁজে না পাই তবে সবকিছুই মিথ্যে ছিল। দীর্ঘতরভাবে তার চেয়েও ভালো ছিল বোধগম্যহীন পশু হয়ে জন্মানো🚷
ভালবাসা অদৃশ্য একটা বাধঁন যা ধরে রাখতে অনেক কষ্ট হয় আবার ছেড়ে দিলেও অনেক কষ্ট হয়। যারা ভালবাসাকে ভালবাসে তারা কোনদিন ভালবাসার বাধন ছিড়ে য়ায় না। আর যাদের কাছে ভালবাসার মানে উদাসিন পথিকের মনের কথা বা বর্ষার বৃষ্টি, তারা ভালবাসা নিয়ে কি ভাবেন আামি জানি না ।আমি শুধু জানি ভালবাসার জন্যই ভালবাসা। আমি ভালবাসাকে দেখেছি পাবে না যেনে ও চাইতে,অন্তরে কষ্ট লুকিয়ে সুখের গান গাইতে ।আমি দেখেছি ভালবাসাকে,ভেজা চোখ মুছে স্বপ্ন দেখতে আবার এজন্য তাকে কাঁদতে,শত সহস্রবার ।ভালবাসা কেন এমন তা আমি জানি না শুধু জানি ভালবাসা এক প্রকার সুখ যার অন্য নাম অসুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম