কুষ্টিয়ায় ডিসি কোর্ট প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিপুল পরিমান মাদকদ্রব্য নিষ্পত্তিকৃত ১০৩টি মামলার আলামত আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। রবিবার (২২ মে) বিকেলে আদালত প্রাঙ্গণে এসব আলামত বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া সদর ও মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান , পুলিশের উপ-পরিদর্শক মোঃ হেলাল সরদার, পুলিশ সদস্য ইলিয়াস খান, শামীম,অন্যান্যরা। বিনষ্টকৃত আলামতের মধ্যে ছিল, ২’শ ৬৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৬’শ ৪৫ পিস ইয়াবা, হিরোইন ৩৮ পুরিয়া, ১৭ কেজি গাজা ৩০১ গ্রাম, ২ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদক। যার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা হবে।
মামলাখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলা গুলো নিষ্পত্তি হওয়ার আদালতের নির্দেশে আলামত ধংস্ব করা হয়েছে।