সুজন ও ইমন দু’জন মাসতুত ভাই। দু’জনই দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত, মিলেমিশে মাদক ব্যাবসাই ছিলো তাদের প্রধান কাজ। এ কাজ করতে গিয়ে ভাগ বিতন্ডতায় দু’জনের মাঝে শুরু হয় শত্রুতা। আর এই শত্রুতার জেরে বন্ধু সুজন কে ফাঁসাতে কৌশলে সুজনের কাছে গাঁজা রেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ কে জানায় ইমন।
সুজনের দেয়া তথ্য অনুযায়ী ইমনকে আটক কোম্পানীগঞ্জ থানা পুলিশ, কিন্তু প্রাথমিক তদন্তের পর বিষয়টা সন্দেহ জনক মনে হলে পুলিশ ৯৯৯ এ ফোন করা ব্যাক্তি সহ সাক্ষীদের মুখোমুখি করে জিঙ্গাসাবাদ করে। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে ঘটনাটি প্রকাশ্যে তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার মূল হোতা ইমনকেও গ্রেফতার করে
কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পরে মামলা রুজু করে দু’জনকেই জেল হাজতে প্রেরণ করা হয়।