বাগেরহাট জেলা পুলিশের এপ্রিল-২০২২ মাসে মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে সনদপত্র পুরস্কার পেয়েছেন শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর এস এম রায়হান।
১২ ই মে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সন্মাননা সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম ।
শরণখোলা থানার এপ্রিল-২০২২ মাসে মাদক দ্রব্য উদ্ধার, চোর, ছিনতাইকারী গ্রেফতার,ওয়ারেন্ট ভুক্ত আসামী আটকসহ মামলা তদন্ত, চুরি ছিনতাই রোধে ভূমিকাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখার ব্যাপক ভূমিকা পালন করেন সাব-ইন্সপেক্টর এস এম রায়হান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাসান,মোংলা সার্কেল সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেনসহ বাগেরহাট জেলার সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।