জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলকা থেকে ৬কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটক মেহেরচাঁন (৪৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।
পাঁচবিবি থাানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটক মেহেরচাঁন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল।
বেড়াখাই এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে, এমন গেপন সংবাদ পেয়ে এসআই আনিস-২ এর নেতৃত্বে সংগীয় ফোর্স ঘটনাস্থল থেকে মেহেরচাঁনকে উল্লেখিত পরিমান গাঁজা সহ আটক করা হয়।
পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি।