জয়পুরহাটে বাবা ও মায়ের সাথে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সামিরা নামে ছয় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলা ভাদসা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিরা ওই এলাকার শাহিনের মেয়ে। শাহিন ও তার স্ত্রী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
জানা গেছে, শিশু সামিরাকে নিয়ে তার বাবা-মা পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।